মুজিবনগর প্রতিনিধিঃ (১৬/০২/২০২১) গুড নেইবারস বাংলাদেশ মেহেরপুর সিডিপির উদ্যোগে এলাকার স্বাস্থ্য সেবা প্রদানের মান উন্নয়নের লক্ষে কমিউনিটি হেলথ ওয়ার্কার ও হেলথ ভলেন্টিয়ার ফিমেল ট্রনিং অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার সময় মেহেরপুর সিডিপি‘র বল্লভপুর প্রজেক্ট অফিস চত্বরে কমিউনিটি হেলথ ওয়ার্কার ও হেলথ ভলেন্টিয়ার ফিমেল ট্রনিং অনুষ্ঠিত হয়। প্রজেক্ট ম্যানেজার মিঃ লিংকন রায়ের সভাপতিত্বে ট্রেইনার হিসেবে ট্রনিং প্রদান করেন মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম.ও ডাঃ মাহ্মুদুর রহমান শিমুল ও অত্র প্রজেক্টের ডাঃ সাঝদীপ ইসলাম। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন অত্র প্রজেক্টের স্বাস্থ্য কর্মকর্তা মোঃ পারভেজ আহমেদ। এসময় ১১জন সি.এইচ.ডাব্লিউ ও ১০জন এইচ.ভি.এফকে ট্রনিং এ অংর্শ গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র অফিসের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
মুজিবনগরে হেলথ ভলেন্টিয়ার ফিমেল ট্রনিং অনুষ্ঠিত
280