মুজিবনগর প্রতিনিধিঃ মেহেরপুরের মুজিবনগর “মুজিবনগর উন্নয়ন সোসাইটির” কার্যালয় শুভ উদ্বোধন ও অসহায়, প্রতিবন্ধী ও দুঃস্থ্যদের মাঝে শীতবস্ত কম্বল বিতারণ করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় মুজিবনগরের মোনাখালী বাজারে মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা মিঠু ফিতা কেটে মুজিবনগর উন্নয়ন সোসাইটি‘র উদ্বোধন করেন। পরে শীতবস্ত কম্বল বিতারণী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক ব্যাংকার সাদ আহাম্মেদ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুজিবনগর উন্নয়ন সোসাইটি‘র চেয়ারম্যান জাকির হোসেন, মুজিবনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, প্রধান শিক্ষক হাজী সাদক আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব ইসলাম ডাবু, বিশিষ্ট সমাজ সেবক কামারুল ইসলাম, ইউপি সদস্য হাবিবুর রহমান, আতিকুর রহমান, শিউলী খাতুন প্রমুখ। পরে সেখানে তিন শতাধিক অসহায় দুঃস্থ্যদের মাঝে শীতবস্ত কম্বল বিতারণ করা হয়। ওই সোসাইটি আত্মপ্রকাশ উপলক্ষে শুরুতে একটি র্যালী বের করা হয়। র্যালীটি মোনাখালী বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন রোকনুজ্জামান রবি।
মুজিবনগর উন্নয়ন সোসাইটি‘র” উদ্বোধন ও কম্বল বিতারণ
256
previous post