এম চোখ ডটকম, মুজিবনগর :
মুজিববর্ষ উপলক্ষে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের আশানুর খাতুন (৫৫) এবার থাকার জন্য ঘর পেল। আশানুর খাতুন আনন্দবাস গ্রামের নিমুজুর রবকুলের স্ত্রী।
“বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মুজিবনগর উপজেলা পরিষদের রাজস্ব অর্থায়নে গতকাল সোমবার দুপুরে ওই নতুন নির্মিত ঘর ফিতা কেটে শুভ উদ্ভিাধন করেন উপজেলা চেয়ারম্যান মো: জিয়াউদ্দীন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন প্রমুখ। ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যায়ে ২রুম ১টি বারান্দা টিনের ছাউনী ও টয়লেটসহ এ গৃহ নির্মাণ করে দেয়া হয়।
উল্লেখ্য, হতদরিদ্র আশানুরের জায়গা ছিল কিন্ত থাকার গৃহ ছিল না। একটি চাটাই দিয়ে ঘেরা ও খড় দিয়ে ছাওয়া বাড়ীতে রোদ বৃষ্টিতে ভিজে কোন রকম বাস করতেন।
মুজিবনগর উপজেলার আনন্দবাসের আশানুর এবার থাকার ঘর পেল
227
previous post