34
মুজিবনগর উপজেলার ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন
এম চোখ ডটকম মুজিবনগর :
মেহেরপুরের মুজিবনগর উপজেলার ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন কমিটি করা হয়েছে। কমিটিতে সভাপতি হাজী মো: মশিউর রহমান, সহসভাপতি মিজানুর রহমান ফজলু, সাধারন সম্পাদক তসলিমুল ইসলাম সজল, যুগ্নসম্পাদক আজিমুল বারী মুকুল, সোনা গাইন, কোষাধক্ষ মিজানুর রহমান চঞল, আইন বিষয়ক ও সাংগঠনিক সম্পাদক এডভকেট রুমুজ্জামান রুমন। নির্বাহী সদস্য হাজী আনারুল ইসলাম, ফারুক হোসেন ও কাজল নিরবাতি করা হয়েছে।
শনিবার দুপুরে মুজিবনগর ডাকবাংলো রেষ্টট হাউজে অনুষ্ঠিত কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী আনোয়ারুল ইসলাম। এসময় মুজিবনগর উপজেলার ইটভাটা মালিক বৃন্দ উপস্থিত ছিলেন।