সোহাগ মন্ডল মুজিবনগর : আজ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। মুক্তিযুদ্ধের এই মহানায়ক ১৯২০ সালের এই দিনে ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন । দিনটি স্বরননে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে মুজিবনগর অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ও মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের অফিস প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জন্মদিন পালনে দোয়া মাহফিল ও কেক কাটা হয় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস , উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, মহাজনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ( বল্টু), মোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাত আলী , উপজেলা , ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ প্রেমী নেতাকর্মী উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সঞ্চালনা করেন জাহিদ হাসান। অনুষ্ঠানে জিয়া উদ্দিন বিশ্বাস বলেন আজ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। মুক্তিযুদ্ধের এই মহানায়ক ১৯২০ সালের এই দিনে ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন । বঙ্গবন্ধু ১৯৬৬ এর ছয় দফা আন্দোলন, ১৯৬৯এর গণ অভ্যুত্থান এবং ১৯৭০সালে ঐতিহাসিক নির্বাচন ও মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে অর্জনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসেবে পরিচিত হন । তখন সদ্য স্বাধীন বাংলাদেশকে তখন অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে পরিচালিত করেছিলেন , তখনই ১৯৭৫ সালের ১৫ আগষ্ট একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে সপরিবারে নিহত হন । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের চিরন্তন প্রেরণার উৎস । তার কর্ম আদর্শ চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবে। তিনি বলেন বঙ্গবন্ধু কেবল বাঙালি জাতির নন তিনি বিশ্বের নির্যাতিত, নিপীড়িত, শোষিত মানুষের স্বাধীনতার প্রতীক মুক্তির অগ্রদূত । তাই আসুন দেশের ভবিষ্যৎ নেতৃত্ব শিশুদের কল্যাণে আমাদের বর্তমানকে উৎসর্গ করি সবাই মিলে জাতির পিতার অসম্প্রদায়িক , ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি আজকের এই দিনে এই হোক আমাদের অঙ্গীকার ।
মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের বঙ্গবন্ধুর জন্মদিন পালন
270
previous post