মুজিবনগর খরিপ ২ মৌসুমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস
এম চোখ ডটকম, মুজিবনগর: মুজিবনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস । বুধবার ১০ টার দিকে উপজেলা কৃষি অফিসে ২০২৪/২০২৫ অর্থবছরে খরিপ ২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে প্রোনোদনা কর্মসূচির অংশ হিসেবে এই বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম , জেলা প্রশিক্ষণ অফিসার সামছুল আলম ।
উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি নাজমুস সাদাত রত্ন , উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসরুবা আলম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা কাউছার আলী , উদ্ভিদ ক্ষেত্র সরকারি মিজানুর রহমান, প্রমুখ । এসময় মুজিবনগর উপজেলার চার ইউনিয়নের মোট ৪ শো জনের মাঝে- ৫ কেজি বীজ ডি এ পি সার ১০ কেজি ও এম ও পি সার ৫ কেজি করে বিতরণ করা হয় ।