282
এম চোখ ডটকম, মুজিবনগর : “এসেছে পল্লীর শুভ দিন ,বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” উন্নত পল্লী, উন্নত দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী কোভিট ১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মধ্যে বিআরডিবি’ মুজিবনগর প্রণোদনা ঋণ বিতরণ করেন।গতকাল বুধবার বিকেলে মুজিবনগর বিআরডিবি কার্যালয়ে এই ঋণ বিতরণে মুজিবনগর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কাউছার আলী উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন এসএমই ঋণ’ সরকারের মহতী উদ্যোগ ,এসএমই ঋণের মাধ্যমে নিজেদেরকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। গৃহীত ঋণকে পরিবারের বোঝা নয়, পরিবারে অর্থনৈতিক সমৃদ্ধি আনতে হবে তাহলেই সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন হবে। এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিআরডিবির চেয়ারম্যান মুন্সি টিটো , হিসাব রক্ষক ও সহকারি পল্লী উন্নয়ন অফিসার (ভারপ্রাপ্ত) শিমুল ইসলাম , আনিসুজ্জামান পরিদর্শক ইউসিসি লিমিটেড , গ্রাম সংগঠক পল্লী প্রগতি কর্মসূচির এস এম সাইব সহ ১৯জন পল্লী উদ্যোক্তা উপস্থিত ছিলেন । সর্বমোট ১৯ জন পল্লী উদ্যোক্তাকে ৩৩ লক্ষ টাকা প্রদান করা হয়।