এম চোখ ডটকম,মুজিবনগর : মুজিবনগর পূজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল পাঁচ টায় মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদ হলরুমে শ্রীযুক্ত বাবু সুকুমার কর্মকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন কমিটি আহবায়ক শ্রীযুক্ত বাবু অভিজিৎ বোস। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হরি সভার সভাপতি দ্বীরেন্দ্রনাথ নাড়ূ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক শাশ্বত চক্রবর্তী নিপন, সদস্য সচিব কিশোর কুমার পাত্র, পৌর শ্মশান সভাপতি কাজল দত্ত ও সুশান্ত কর্মকার, তাপস সাহা উৎপল কর্মকার, অনন্ত হালদার, বিশুৎ দত্ত, বাপ্পি সরকার প্রমুখ। সম্মোলন শেষে ডক্টর সুকুমার কর্মকারকে সভাপতি, নিরঞ্জন কর্মকারকে সাধারণ সম্পাদক ও শ্রী তাপস কুমার মন্ডলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
মুজিবনগর পূজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
240
previous post