172
মুজিবনগর প্রেস ক্লাবের অফিস উদ্বোধন
এম চোখ ডটকম,মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগর প্রেস ক্লাবের নতুন অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ০২টা ৩০ মিনেটে মুজিবনগর অনাণ্য পার্কের সামনে রহিত মার্কেটে অফিস উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক। দোয়া মাহফিল পরিচালনা করেন মুজিবনগর জামে মসজিদের ইমাম মাও: মতিউর রহমান।এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুজিবনগর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শফিউদ্দীন (শেখ সফি),যুগ্ন সম্পাদক সোহাগ মন্ডল, দপ্তর সম্পাদক উজ্জল হোসেন, নির্বাহী সদস্য খাইরুল বাসার, নির্বাহী সদস্য আরিফুর রহমান, নির্বাহী সদস্য মওলাদ হোসেন, দৈনিক আকাশ খবর এর রিপোটার রেজাউল করিম রেজা প্রমুখ।