মুজিবনগর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিঃ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।
এম চোখ ডটকম, মুজিবনগর :
মুজিবনগর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন ।
উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমাম হোসেন মিলু ।
প্রধান শিক্ষিকা সিরিনা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নাজমুস সাদাত রত্ন, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কুমার দত্ত ,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ,ভাইস চেয়ারম্যান বি এম জাহিদ হাসান রাজীব, মহিলা ভাইস চেয়ারম্যান তকলিমা খাতুন, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুবা আলম সহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রী ও প্রাক্তন শিক্ষক সহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে ৮ টি দল অংশগ্রহণ করে এর মধ্যে মহিলা দল ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও গৌরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপন হয়েছে। পুরুষ দলে আনন্দবাস সরকার প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও গোপালপুর সরকার প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ হয়ে পুরস্কার গ্রহণ করেন।