মুজিবনগর ভবরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মিনার নির্মাণের উদ্বোধন ।
এম চোখ ডটকম, মুজিবনগর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মনোরম ও দৃষ্টিনন্দন একটি মিনার নির্মাণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভবরপাড়া কেন্দ্রীয় মসজিদের ম্যানেজিং কমিটির সভাপতি ইউনুস আলী এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদ কমিটির সদস্যগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রামবাসী।
সকলে মিলে মাটিতে কোপ দিয়ে আনুষ্ঠানিকভাবে মিনার নির্মাণ কাজের সূচনা করা হয়।
উদ্বোধন শেষে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় ইমাম নূর মোহাম্মদ। মোনাজাতে এলাকার উন্নয়ন, শান্তি-সমৃদ্ধি, মুসল্লিদের কল্যাণ এবং দেশে শান্তি কামনা করা হয়।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
স্থানীয়দের মতে, মিনার নির্মাণের মাধ্যমে ঈদগাহ ময়দানটি আরও নান্দনিক রূপ পাবে এবং ধর্মীয় পরিবেশ আরও আলোকিত হবে।
“নিশ্চয়ই তোমরা যখন আল্লাহর ঘরসমূহকে সম্মান করো, আল্লাহ তোমাদের মর্যাদা বৃদ্ধি করেন।