মেহেরপুরের দুটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
এম চোখ ডট কম, ডেস্ক:
আগামি জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামি বাংলাদেশ। এতে মেহেরপুর ১ আসনে (সদর-মুজিবনগর) মাও. তাজ উদ্দীন খাঁন ও মেহেরপুর ২ (গাংনী) আসনে নাজমুল হুদা প্রার্থী হিসেবে জায়গা পেয়েছেন।
মাওলানা তাজ উদ্দীন খাঁন মেহেরপুর জেলা জামায়াতের আমির এবং নাজমুল হুদা গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য। জামায়াতের এই দুই নেতা বিগত সরকারের সময়ে জুলুম, হামলা, মামলা নির্যাতন মোকাবেলা করে দলের বলিষ্ট নেতৃত্ব হিসেবে সবার কাছে জায়গা করে নিয়েছেন। জামায়াতের প্রার্থী বাছাই কার্যয়ক্রমের কঠিন পরীক্ষায় তারা পাশ করে এমপি প্রার্থীর জন্য মনোনীত হয়েছেন বলে জানান নেতাকর্মীরা।
রোববার (০৯ ফেব্রুয়ারী) মাগুরাতে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে দলটির যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন মেহেরপুর জেলার দুটি আসনসহ সাতটি জেলার প্রার্থীদের নাম ঘোষণা করেন।
মেহেরপুর ১ আসনে মাও. তাজ উদ্দীন খান এবং মেহেরপুর ২ আসনে নাজমুল হুদাকে প্রার্থী ঘোষণা করায় নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের বন্যা। তাদের কাঙ্খিত নেতাদের নাম এমপি প্রার্থীর তালিকায় স্থান পেয়েছে বলে জানিয়েছেন কয়েকজন নেতাকর্মী।