মেহেরপুরের মুজিবনগর থেকে অস্ত্র সহ সাবেক ইউপি সদস্য আটক
এম চোখ ডটকম, মুজিবনগর :
মাটির নিচে অস্ত্র পুতে রেখেও শেষ রক্ষা হলো না সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান ওরফে মিজারের (৪৮)। যৌথ বাহিনীর অভিযানে বসত বাড়ির মাটি খুড়ে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শুট্যার গান। আজ শুক্রবার সন্ধ্যায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে এ অভিযান চালিয়ে মিজানুর রহমান ওরফে মিজারকে আটক করেছে যৌথ বাহিনীর একটি দল।
আটক মিজার মোনাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য (ইউপি মেম্বর)।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, অস্ত্রের সন্ধানে মিজানুর রহমান মিজারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে বসত বাড়ির গোয়ালের পাশে মাটির নিচে অস্ত্র পুতে রাখার কথা স্বীকার করে মিজার। সেখানে মাটি খুড়ে মচিরা ধরা একটি ওয়ান শুট্যার গান উদ্ধার করা হয়। মিজানুর রহমান মিজারকে অস্ত্রসহ গ্রেফতার করে মুজিবনগর থানায় নেওয়া হয়েছে। তার নামে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।