296
এম চোখ ডটকম ,বারাদীঃ মেহেরপুর সদর উপজেলার পুর্ব সিংহাটি গ্রাম থেকে একশো দশ গ্রাম গাঁজাসহ সাইফুল ইসলাম (৩০) নামের এক মাদকসেবি আটক করেছে বারাদী ক্যাম্প পুলিশ। সাইফুল সিংহাটি পুর্বপাড়ার মৃত ইউসুফ মন্ডলের ছেলে। জানা যায়,গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বারাদী ক্যাম্প ইনচার্জ এস আই মফিজুল ইসলাম, এ এস আই সিদ্দিকুর রহমান ও এ এস আই সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে একশো দশ গ্রাম গাঁজাসহ সাইফুলকে আটক করে। এএসআই সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থল থেকে একাদশ গ্রাম গাঁজাসহ একশো দশ গ্রাম গাঁজাসহ সাইফুলকে আটক করে ক্যাম্প হেফাজতে আনি। পরবর্তীতে গাঁজা সহ তাকে মেহেরপুর সদর থানায় প্রেরণ করা হয়।