মেহেরপুরে অবৈধ সিগারেট জব্দ, ৫ জনকে জরিমানা
এম চোখ ডট কম, মেহেরপুর: শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ বিদেশি ও নকল সিগারেট বিক্রির অভিযোগে মেহেরপুরে পাঁচ দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার মেহেরপুর জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা যায়, দুপুরের দিকে মেহেরপুর শহরের বড়বাজার ও হোটেল বাজারে ওই অভিযান পরিচালনা করা হয়। ওই সময় পাঁচ দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, ‘মেহেরপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেনের নেতৃত্বে মেহেরপুর শহরের হোটেল বাজারে এবং বড় বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিগারেটের মোড়ক ঠিক না থাকায় এবং বিদেশি ব্র্যান্ডের সিগারেট শুল্ক ফাঁকি দিয়ে বিক্রি করায় পাঁচটি দোকানে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত।’ সজল আহমেদ আরও বলেন, ‘জব্দ হওয়া সিগারেটের মধ্যে দেশে উৎপাদিত সিগারেট বারবি, ঢাকা, পিকক, এসি গোল্ড, পূর্বাণী, টপটোয়েন্টি এবং বিদেশি সিগারেট ওরিস, ডার্বি ও রয়্যাল ব্র্যান্ডের অবৈধ নকল সিগারেট রয়েছে। এর মধ্যে ৩০ হাজার শলাকা দেশে উৎপাদিত সিগারেট, ৪০০ শলাকা বিদেশি সিগারেট এবং তিন হাজার ৮০০ শলাকা নকল সিগারেট রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।