মেহেরপুরে আন্তর্জাতিক মাদক পাঁচার বিরােধী দিবস পালিত
এম চোখ ডটকম,মেহেরপুর:
মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মেহেরপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা শহরে বর্ণাঢ্য র্যালী প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হােসেনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স ( বি ওয়াই এফসি) এর প্রতিনিধি,মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টি টি সি) প্রতিনিধি, মেহেরপুর সরকারী শিশু পরিবারের প্রতিনিধি,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিবসটি পালনে আয়োজন করে। আয়োজনে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায়- “মাদকের আগ্রাসন দৃশ্যমান,প্রতিরোধেই সমাধান “শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শামীম ভূঁইয়া, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, ইসলামিক ফাউন্ডেশন এর উপ পরিচালক সিরাজুম মনির,মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিদর্শক আবুল হাশেম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শামীম ভূঁইয়ার নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে ড্রামের তালে তালে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। আয়োজনের শেষ পর্যায়ে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর পুলিশ সুপার এস এম নাজমুল হক,মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ডার প্রদীপ চন্দ্র দত্ত, বি ওয়াই এফসির প্রোগ্রাম ম্যানেজার জন অমৃত মন্ডল প্রমুখ।