মেহেরপুরে ইসকন মন্দির পরিদর্শন ও সহায়তা দিল জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ
এম চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ইসকন মন্দির পরিদর্শন করলেন জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ ও বিএনপি নেতৃবৃন্দ । শনিবার দুপুরে মেহেরপুর শহরের হোটেল বাজারে অবস্থিত আগুনে পোড়া এ মন্দিরটির পাশে দাঁড়ান আইনজীবীরা। এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহমেদ বিজন এবং পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস উপস্থিত ছিলেন।
পরিদর্শনে এসে ইসকনের বাসিন্দাদের মাঝে চাল, ডাল, তেল ও অন্যান্য বাজার তুলে দেওয়া হয়। এছাড়াও তাদের পুনর্বাসনে অর্থ সহায়তা করে আইনজীবী পরিষদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির অন্যান্য সদস্যবৃন্দ ও সনাতন ধর্মাবল্মবীরা। ইসকনে ধর্মীয় গুরু সুমহন মুকুন্দ দাসকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্থ করেন আইনজীবী ও বিএনপি নেতারা। দলীয় নয় দুর্বৃত্তের একটি দল এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে বক্তব্য রাখেন বিএনপি নেতা জাহাঙ্গীর বিশ্বাস। ভবিষ্যতে আধুনিক ইসকন প্রচারকেন্দ্র নির্মাণ করার প্রতিশ্রুতি দেন তিনি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহমেদ বিজন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে মেহেরপুরবাসী। ইসকন মন্দিরে হামলা ও অগ্নিসংযোগ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। সংখ্যালঘুদের পাশের দাঁড়ানোর জন্য সকলকে আহ্বান জানানও এই আইনজীবী। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আর দেখতে চান না বলেও মতামত প্রকাশ করেন ইসকনের পরিচালক মহারাজ সুমহন মুকুন্দ দাস ব্রহ্মচারী।