মেহেরপুরে ঈদ পোষাকের বাজার \ পাকিস্তানের চাপে কোনঠাসা ভারত
এম চোখ ডটকম,ডেস্ক:
ঈদের পোষাকে পাকিস্তানি থ্রি পিচের চাপে কোনঠাসা হয়ে পড়েছে ভারতীয় পোষাক। মেহেরপুর জেলার বাজারগুলোতে এবার একচেটিয়া রাজত্ব করছে পাকিস্তানি থ্রি পিস।
বাজার ঘুরে দেখা গেছে, সারারা, গারারা, পাকিস্তানি নোটস, বিন সাইদ, বিন আহম্মেদসহ বিভিন্ন নামে বাজারে আসা থ্রি পিসের ব্যাপক চাহিদা রয়েছে। জরজেট থ্রি পিসের বেশিরভাগ ক্রেতা চাইছেন পাকিস্তানি পোষাক। সুতি কাপড়ের মধ্যে ক্রেতাদের আস্থা দেশীয় পোষাক। গেল কয়েক বছর ধরে ভারতীয় থ্রি পিসের একচেটিয়া বাজার থাকলেও এবার বড় ধরনের ধাক্কা লেগেছে। অন্যদিকে পাঞ্চাবী, শিশুদের নানা প্রকার বাহারি পোষাক, জুতা, স্যান্ডেল ও কসমেটিকস দোকানগুলোতে নতুন নতুন মডেলের পোষাকের প্রতি বেশি আগ্রহ রয়েছে শিশু কিশোরদের। দ্রব্যমূল্যের পরিস্থিতি অনুযায়ী পোষাকের বাজার ক্রয় ক্ষমতার মধেই বলে মনে করছেন কাস্টমাররা।