মেহেরপুরে একটি দোকোনে অভিনব কায়দায় চুরি
এম চোখ ডটকম, মেহেরপুর :
মেহেরপুর শহরের তাহের ক্লিনিকমোড়ে সোহানা বস্ত্রালয়ে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোরে একটি সঙ্গবদ্ধ চোরের দল দোকানের তালা ভেঙ্গে ট্রাকে করে মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাজারের নৈশ প্রহরি শহিদুল ইসলাম গগনকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে চোখে বেঁধে রাখে।
সোহানা বস্ত্রালয়ের সত্বাধীকারী স্বপন ইসলাম জানান, রাত আড়াইটার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। ভোরে মুঠোফোনে তাকে তাকে জানানো হয় দোকানের মালামাল লুটের ঘটনা ঘটেছে। তিনি দোকানে এসে দেখেন তালা কেটে চোরের দল ভিতরে প্রবেশ করেছে। স্থানীয় একজন নারী তাকে জানান ভোরের দিকে দোকান থেকে একটি ট্রাকে মালামল তুলতে দেখেন তিনি। পরে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম পুলিশের বেশ কয়েকটি দল নিয়ে ঘটনাস্থলে আসেন। এ সময় স্বপন জানান দোকানের শীতের নতুন কম্বল, থ্রীপীচ শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে চোরের দল।
নৈশ প্রহরি শহিদুল ইসলাম গগন জানান, রাত ৪ টার দিকে চারজন ব্যাক্তি একটি ট্রাক নিয়ে এই সড়কে ঘুরাঘুরি করছিলো। এক পর্যায়ে একটি দেশীয় অস্ত্র তার বুকে তাক করে চোখ-মুখ বেঁধে এক জায়গায় ফেলে রাখে। পরে কি হয়েছে তা কিছুই দেখননি তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম বলেন, চোরের দল অভিনব কায়দায় এ চুরির কান্ড ঘটিয়েছে। চুরির সময় সিসি ক্যামেরা ও হার্ডডিস্কও নিয়ে গেছে। তবে সাইবার টিম সহ পুলিশের বেশ কয়েকটি দল কাজ করছে। দ্রæত এই সঙ্গবদ্ধ চোরের দলকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।