মেহেরপুরে জামায়াতে ইসলামী পৌর শাখার ওয়ার্ড অফিসের উদ্বোধন।
এম চোখ ডটকম, মেহেরপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার ৬ নং ওয়ার্ড অফিসের উদ্বোধন করা হয়েছে। আজ রাত ৮ টার সময় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মন্ডলপাড়ায় এই অফিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমির মাওলানা তাজ উদ্দিন খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির জেলা সেক্রেটারি ইকবাল হোসাইন, পৌর আমির সোহেল রানা ডলার, সেক্রেটারি মনিরুজ্জামান।
এ সময় বক্তারা বলেন বাংলাদেশ জামাতে ইসলামীর অফিস হবে ইসলামের দাওয়াত খানা, এখান থেকে ইসলামের দাওয়াত সকল মানুষের মাঝে পৌঁছিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই অফিস থেকেই মানুষের কল্যাণের জন্য সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। অনুষ্ঠানে মেহেরপুর পৌরসভার ৬ ও ৫ নম্বর ওয়ার্ডের জামায়াত কর্মীরা অংশ নেয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াত নেতা সৈয়দ মনজুরুল হাসান টুটুল।
মেহেরপুরে জামায়াতে ইসলামী পৌর শাখার ওয়ার্ড অফিসের উদ্বোধন
41
previous post