193
মেহেরপুরে ডিবির অভিযানে হেরোইনসহ একজন আটক
মেহেরপুরের চোখ ডট কম, মেহেরপুর:
মাদক বিরোধী এক সফল অভিযানে ২ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে ডিবি। মেহেরপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই অজয় কুমার কুন্ডু ও এএসআই হেলাল উদ্দীন শুক্রবার দুপুরে সদর উপজেলার শ্যামপুরে এ অভিযান পরিচালনা করেন।
হেরোইনসহ আটক ব্যক্তির নাম আইনদ্দীন (২৮)। সে সদর উপজেলার কালিগাংনী গ্রামের সাত্তার আলীর ছেলে।
ডিবি সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর কলমিজল মাধ্যমি বিদ্যালয়ের সামনে অভিযান চালায় ডিবির ওই দলটি। এসময় দুই গ্রাম হেরোইনসহ আইনদ্দীনকে আটক করতে সক্ষম হন তারা। আটক ব্যক্তি হেরোইন ব্যবসার সাথে সম্পৃক্ত বলে জানায় পুলিশ। তার নামে মামলা দিয়ে মেহেরপুর সদর থানায় সোপর্দ করেছে ডিবি।
আরও পড়ুন