মেহেরপুরে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
এম চোখ ডটকম, মেহেরপুর :
জনপ্রসাশন মন্ত্রী ও মেহেরপুর ১ আসনের সংসদ সদস্যর তহবিল থেকে ১ হাজার জনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিভিন্ন পেশায় কর্মরত দুস্থ মানুষের মাঝে আজ বুধবার দুপুরে মেহেরপুর শহরের কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়ে।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- ডাল, তেল, লবণ, আলু, মাছ ও মুরগী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হালিম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা, পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুতসভা মন্ডল ও জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন ও সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদৃলসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন বর্তমান পরিস্থিতিতে আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞের কারণে অনেকেই পেশাগত ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সকল ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।