মেহেরপুরে বাস মিনিবাস মালিক সমিতির সংবাদ সম্মেলন
এম চোখ ডট কম, ডেস্ক:
মেহেরপর বাস ও মিনিবাস মালিক সমিতির কিছু সদস্যকে মিথ্যা তথ্যে ডেকে এক জায়গায় করে গঠনতন্ত্র বর্হিভূতভাবে অবৈধ আহবায়ক কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার বিকেলে সংগঠনটির মেহেরপুর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে তার প্রতিবাদ জানান মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি ও জেআর পরিবহন মালিক জহিরুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দুর্ঘনায় ক্ষতিগ্রস্থদের সহযোগিতায় কল্যাণ তহবিল গঠনের কথা বলে শনিবার বেলা ১১টার দিকে কয়েকজন বাস মালিককে ডেকে কার্যালয়ে একত্রিত করা হয়। সেখানে সমিতির নেতৃবৃন্দ সম্পর্কে মিথ্যা ও ভিভ্রান্তমূলক তথ্য প্রদান করা হয়। এসময় সমিতির গঠনতন্ত্র বর্হিভূত ও অবৈধ আহবায়ক কমিটির নাম ঘোষণা করে। যা কোনভাবেই গ্রহণযোগ্য না এবং মেনে নেওয়া সম্ভব নয়। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।নির্বাচনের জন্য কার্যনির্বাহী কমিটির মিটিং করে দ্রুত সাধারণ নির্বাচন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এই প্রক্রিয়ার মধ্যেই আছি।
লিখিত বক্তব্য শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে সমিতির গঠনতন্ত্র প্রদান করেন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জহিরুল ইসলাম বলেন, সাধারণ মানুষ তো আর জানেন না যে গঠনতন্ত্রে কি আছে। সমিতি কিভাবে পরিচালিত হবে এবং তারা যে নিয়মতান্ত্রিকভাবে করেনি তা গঠনতন্ত্র দেখলেই বোঝা যাবে। সাংবাদিকদের মাধ্যমে আমরা অবগত করতে চায় যে গঠনতন্ত্রে কি আছে। তারা আহবায়ক কমিটি করতে পারে না এবং করার এখতিয়ারও নেই।
দীর্ঘ ১৮ বছর কেন বাস মিনিবাস মালিক সমিতির নির্বাচন হয়নি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলা জটিলতা ও নিজেদের মধ্যে অভ্যন্তরীণ সমস্যা থাকার কারণে নির্বাচন করা সম্ভব হয়নি৷ এছাড়াও সাত বছর আগে মামলাটি নিষ্পত্তি হলেও নির্বাচন নিয়ে নিজেদের মধ্যে সমস্যা আরো প্রকট হয়। তবে এরমধ্যে রাজনৈতিক কোন হস্তক্ষেপ ছিল না বলে দাবি করেন তিনি। দ্রুত নির্বাচন দেওয়ার আশ্বাস দেন সভাপতি জহিরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতিরি কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ।