মেহেরপুরে ব্যবসায়িকদের নিয়ে সমাবেশ করেছে আই বি ডব্লিউ এফ।
এম চোখ ডটকম, মেহেরপুর : মেহেরপুরের বিভিন্ন ব্যবসায়ীদের নিয়ে ব্যবসায়ী সমাবেশ করেছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই বি ডব্লিউ এফ) নামের একটি সংগঠন। আজ সকাল ৭ টায় মেহেরপুর শহরের আল-হেরা মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেহেরপুর জেলার সভাপতি খালিদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির যশোর ও কুষ্টিয়া জোনের তত্ত্বাবধায়ক বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল মতিন। সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামাতের আমির ও আই বি ডব্লিউ এফ এর মেহেরপুর জেলা উপদেষ্টা মাওলানা তাজ উদ্দিন খান, সহকারী জেলা উপদেষ্টা মোঃ ইকবাল হোসাইন ও পৌর শাখার উপদেষ্টা সোহেল রানা ডলার। এ সময় বক্তারা বলেন উন্নত ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য সৎ ও নিষ্ঠাবান ব্যবসায়ী তৈরি করতে হবে । তারা আরো বলেন বর্তমান প্রেক্ষাপটে দুর্নীতিমুক্ত রাষ্ট্র বিনির্মাণে সৎ ব্যবসায়ীদের ভূমিকা অনস্বীকার্য।
হালাল ব্যবসার মাধ্যমে ইহকাল ও পরকালে মুক্তির ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আই বি ডব্লিউ এফ এর মেহেরপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসাঈন।
মেহেরপুরে ব্যবসায়িকদের নিয়ে সমাবেশ করেছে আই বি ডব্লিউ এফ
46