মেহেরপুরে মোড়ে মোড়ে আনসার ও বিএনসিসির ট্রাফিকিং
এম চোখ ডট কম, মেহেরপুর :
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই মেহেরপুরের তিনটি থানা ও ডিবির কার্যক্রম কার্যত বন্ধ ছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে শুক্রবার থেকে সেনাবাহিনীর সাথে যৌথ টহল শুরু করেছে পুলিশ। একইসাথে আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে আনসার বাহিনীর সদস্যরা। সড়কে ট্রাফিকিং কার্যক্রমে এগিয়ে এসেছে বিএনসিসির সদস্যবৃন্দ। বিভিন্ন মোড়ে আনসার বাহিনী সাথে সহযোগিতা করতে দেখা যায় তাদের। গুরুত্বপূর্ণ মোড় গুলোতে ট্রাফিকিং কাজ করছে বিএনসিসির সদস্যবৃন্দ।
ট্রাফিকিং কাজে দায়িত্বগত মেঘনা খাতুন জানায়, আমাদের বিএনসিসি দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে শহরের ট্রাফিকিং কার্যক্রমের সহযোগিতা করতে। আমরা বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছি। জ্যাম সরাতে কিংবা পথচারীদের সড়কে চলাচল করতে সহযোগিতা করছি আমরা।
বড়বাজার চার রাস্তার মোড়ে দায়িত্বরত আনসার সদস্য ইমন হাসান বলেন, আনসার সদস্যসের পাশাপাশি বিএনসিসি ও ছাত্রদের সহযোগিতায় শৃঙ্খলা রক্ষায় চেষ্টা করে যাচ্ছি।
জেলা প্রশাসক শামীম হাসান বলেন, রাজনীতিবিদ, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে সেনাবাহিনী ও জেলা প্রশাসন ইতিমধ্যে বৈঠক করেছে। অতি দ্রুত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে।