মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে যাত্রীবাহী বাস থেকে ফেনসিডিল উদ্ধার
এম চোখ ডট কম, মেহেরপুর:
মেহেরপুর কুয়াকাটাগামী যাত্রীবাহী একটি বাস থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে যৌথ বাহিনীর এক বিশেষ মাদকবিরোধী অভিযানে এই মাদকদ্রব্য জব্দ করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল পৌর কবরস্থানের সামনে চুয়াডাঙ্গা মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেয়। এ সময় যাত্রীবাহী একটি বাস তল্লাশি চালানো হয়। তল্লাশীকালে বাসের একটি সিটের উপর পরিত্যক্ত অবস্থায় ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার উদ্ধার করতে সক্ষম হন যৌথবাহিনীর সদস্যরা।
উদ্ধারকৃত ফেনসিডিলগুলো জব্দ দেখিয়ে সদর থানায় প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসানুল্লাহ আর বারী বলেন, জব্দকৃত ফেনসিডিল বিষয়ে সদর থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে। অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা হলেও তদন্তের মাধ্যমে ফেনসিডিল পাচারকারীদের খুঁজে বের করার চেষ্টা করবে পুলিশ।