মেহেরপুরে সড়কে দায়িত্ব পালনকারীদের ছাতা দিল জামায়াত
এম চোখ ডট কম, গাংনী:
রোদ বৃষ্টি উপেক্ষা করে গেল কয়েকদিন মেহেরপুর জেলার বিভিন্ন সড়কের শৃংখলা বজায় রাখতে আত্মনিয়োগ করেন বিএনসিসির ছাত্রছাত্রী ও আনছার সদস্যরা। সোমবার স্বরুপে ফেরে ট্রাফিক পুরিশ। সড়কের গুরুত্বপূর্ণ এসব দায়িত্ব পালনকারীদের একটু স্বস্তি দিতে ছাতা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।
সোমবার মেহেরপুর শহরের কলেজ মোড়, কোর্ট মোড়, বড় বাজার ও হোটেল বাজার এলাকায় দায়িত্বপালনকারী আনছার, ট্রাফিক পুলিশ ও বিএনসিসি সদস্যদের মাঝে ১০০ ছাতা বিতরণ করেন জামায়াত ও ছাত্রশিবির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে্ উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি মেহেরপুর জেলা শাখার সেক্রেটারি ইকবাল হোসাইন, মেহেরপুর পৌর জায়ায়াতের আমির সোহেল রানা ডলার, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাখাওয়াত হোসেন, অর্থ সম্পাদক সাইদুর রহমান, শহর সাথী শাখার বকুল আলী, খালিদ হাসান তুহিন, আমির হামজা, হৃদয় প্রমুখ।