মেহেরপুরে হেরোইন সহ মাদক কারবারি এক নারী আটক
গাংনী উপজেলা প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বেলেপাড়া মাঠে অভিযান চালিয়ে রোজিনা খাতুন(২৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব। শুক্রবার বেলা আড়াইটার দিকে র্যাব ১২ মেহেরপুরের গাংনী ক্যাম্প এর একটি টিম তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০ গ্রাম হিরোইন।
রোজিনা খাতুন গাংনী উপজেলার চিৎলা খালপাড়ার হাসিবুল ইসলামের স্ত্রী। তাকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব ১২ গাংনী ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আবুল হাসেম সবুজ জানান, রোজিনা দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে মাদক কারবার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজতে থাকা দশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য এক লাখ টাকা।
রোজিনাকে মেহেরপুর সদর থানায় পরবর্তী আইনান ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে