মেহেরপুর ও আশেপাশের জেলায় বৃষ্টির পূর্বাভাস
এম চোখ ডট কম, গাংনী:
আজ মঙ্গলবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ রাজ্যে উপকূলে একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হয়েছে। ফলে আগামিদ কয়েকদিন মেহেরপুর ও আশেপাশের জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বিশেষ করে আগামী ২৯ ও ৩০ শে মে পুরো বাংলাদেশের উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
এই লঘুচাপটি আজ বুধবার (২৮ মে) খুলনা ও বরিশাল বিভাগের উপকূলবর্তী সমুদ্রের উপরে অবস্থান করে বৃহস্পতিবার (২৯ মে) খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে বাংলাদেশের স্থলভাগে প্রবেশ করে রংপুর বিভাগের দিকে অগ্রসর হওয়ার আশংকা করা যাচ্ছে। লঘু চাপের প্রভাবে আজ বুধবার বৃষ্টি শুরু হয়ে আগামী শনিবার পর্যন্ত স্থায়ী হওয়ার আশংকা করা যাচ্ছে।
এছাড়াও তিনি তাঁর ভেরিফাইড ফেসবুক পোস্টে চিত্র দিয়ে বলেছেন, চিত্র থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে কক্সবাজার ও চট্টগ্রামের উপকুলের উপর দিয়ে সবচেয়ে উচ্চ গতির বাতাস প্রবাহিত হচ্ছে। কক্সবাজার থেকে চট্রগ্রামগামী লবণবাহী ট্রলারগুলো চলাচল খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে। অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার পরামর্শও দিয়েছেন আহবাওয়াবীদ মোস্তফা কামাল পলাশ।
সুত্র: মোস্তফা কামাল পলাশ,কানাডার সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক।
এদিকে সাগরে লঘুচাপ সৃষ্টির বিষয়ে আজ বুধবার সকালে বাংলাদেশের আবহাওয়া অফিস সতর্কতা জারি করেছে। আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে। এই অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু ঢাকা বিভাগের পূর্বাঞ্চলসহ বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে।.
এর ফলে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া বার্তায় খুলনা বিভাগ উল্লেখ রয়েছে তাই মেহেরপুর ও আশেপাশের জেলার বৃষ্টির পূর্বাভাস হিসেবে ধরে নিতে হবে।
মোস্তফা কামাল পলাশ সুত্রে আরও জানা গেছে, আজ ২৮ শে মে দুপুরের পর থেকে শুরু করে ৩১ শে মে মধ্য মধ্য রাত পর্যন্ত পর-পর ৪ দিন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা (ফেনী, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, উত্তর চট্টগ্রাম, ব্রাক্ষণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীজার, সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, শেরপুর, কিশোরগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং ভারতের ত্রিপুরা, মেঘালয় ও আসাম রাজ্যের উপরে প্রতিদিন ৫০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। এখানে উল্লেখ্য যে ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি নামক স্থানে ৫০০ পর্যন্ত বৃষ্টিপাতের আশংকা রয়েছে ২৯ ও ৩০ শে মে।
আরও পড়ুন : সাগরে লঘুচাপের ফলে ঝড়-বৃষ্টির আভাস, সতর্ক সংকেত মেহেরপুরে বৃষ্টিপাত কয়দিন থাকবে জানাল আবহাওয়া অফিস