এম চোখ ডটকম, মেহেরপুর: জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক অবৈধ সকল হাওয়ায় কমিটি বাতিল করায় মেহেরপুরে আনন্দ মিছিল ও পুষ্প মালা অর্পণ করা হয়েছে। মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার আহ্বায়ক মাহাবুব এলাহীর নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। শহরের কলেজ মোড় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ শামসুজ্জোহা পার্কে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মালা অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বাবুল, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, মতিয়ার রহমান, সৈয়দ সোহেল, মোহাম্মদ আলী, কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আব্দুল লতিফ, সদস্য ফারুক হোসেন ,বোরহানুল আজিম রিয়াদ, মফলেউর রহমান মিন্টু ,লিখনসহ জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা।
মেহেরপুর জাতীয় শ্রমিক লীগের আনন্দ মিছিল ও পুষ্পমাল্য অর্পণ
245
previous post