মেহেরপুরে সেনাবাহিনীর সহায়তায় স্বাভাবিক হচ্ছে পুলিশের কার্যক্রম
মেহেরপুরের চোখ ডট কম, ডেস্ক:
বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় স্বাভাবিক হতে শুরু করেছে মেহেরপুর জেলায় পুলিশের কার্যক্রম। আজ শুক্রবার থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল চলছে জেলাজুড়ে। এতে মানুষের মাঝে স্বস্থি ফিরে এসেছে।
জানা গেছে, মেহেরপুর সদর ও গাংনী থানায় সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে পুলিশের সাথে যৌথ টহল চালিয়ে যাচ্ছে। একইসাথে বিজিবি সদস্যরা মুজিবনগর থানায় অবস্থান নিয়ে সহায়তা করছেন। এর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা মুজিবনগর থানা পুলিশের সাথে যৌথ টহল দিয়ে যাচ্ছেন। সেনাবাহিনীর সহায়তা পেয়ে মূলত থানাগুলো থেকে আজ শুক্রবার টহল যান বের করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের গাড়ী বহর জেলা শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত টহল দিচ্ছে। তারা স্থানীয় মানুষের সাথে কথা বলে নানা প্রকার পরামর্শ দিয়ে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে আশ^স্থ করছেন।
স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা গেছে, গেল কয়েকদিন অন্ধকার এক আতংকে সময় পার হয়েছে। পুলিশের কোন কার্যক্রম না থাকায় সেই আতংক বাড়িয়ে দেয় কয়েকগুণ। আজ সেনাবাহিনীর গাড়ী বহরের সাথে পুলিশ সদস্যদের গাড়ী দেখে জনমনে স্বস্থি ফিরেছে। সবার আস্থার প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় পুলিশের কার্যক্রম দ্রæত আরও স্বাভাবিক হবে বলে আশার কথা জানালেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সেনাবাহিনীর সহায়তায় পুলিশের ডিউটি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ কনি মিয়া, গাংনী থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম এবং মুজিবনগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।
এ প্রসঙ্গে তারা বলেন, চলমান আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সেনাবাহিনীর সহায়তায় ডিউটি কার্যক্রম চলমান রয়েছে। এর মাধ্যমে সবকিছুই স্বাভাবিক হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সদস্যদের সাথে মাঠে কাজ শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন :
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পরিচিতি কলকারখানা-মার্কেটের নিরাপত্তায় কাজ করবে সেনাবাহিনী