174
মেহেরপুর জেলা আওয়ামী লীগ এর সম্মেলন ১৬ মে
মেহেরপুরের চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুর জেলা আওয়ামী লীগ এর সম্মেলন অনুষ্ঠিত হবে ১৬ মে। সম্মেলন অনুষ্ঠানকে ঘিরে নানা ধরনের আয়োজন করেছে মেহেরপুর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। মেহেরপুর শহরের শহীদ সামসুজ্জোহা পার্কে সকাল সাড়ে দশটায় সম্মেলনের আনুষ্ঠানিককতা শুরু হবে।
সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য কাজী জাফরউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সভাপতি মণ্ডলীর সদস্য শ্রী পিযুষ কান্তি ভট্টাচার্য।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, নির্বাহী সদস্য এ্যাড আমিরুল ইসলাম মিলন এমপি, পারভীন জামান কল্পনা, অ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জেলা আ.লীগ সুত্রে জানা গেছে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। অনুষ্ঠানে সঞ্চালনা করবেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক ।
আরও পড়ুন কে এই পি কে হালদার, কী তাঁর ‘কীর্তি’
মেহেরপুর জেলা আওয়ামী লীগ এর সম্মেলনে অনেক প্রার্থী রয়েছেন। বর্তমান সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম সভাপতি প্রার্থী বলে জানা গেছে। বর্তমান সাধারণ সম্পাদক এমএ খালেক, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলীসহ আরও কয়েকজন সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন।
এদিকে সম্মেলন ঘিরে মেহেরপুর জেলা আওয়ামী লীগের রাজনীতির নতুন হিসেবে চলছে। জেলার তিনটি উপজেলাতেই রয়েছে দলীয় গ্রুপিং। তাই সম্মেলনে যে পক্ষের নেতৃবৃন্দ নেতৃত্বে আসবেন সেই পক্ষ আগামি দিনে রাজনীতিতে ভালো অবস্থানে থাকবে এমনটা মন্তব্য অনেকের। এ কারণে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নেওয়ার জন্য জেলা থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত লবিং অব্যহত রেখেছেন সম্ভাব্য প্রার্থীরা।
আগামি দিনে মেহেরপুর জেলা আওয়ামী লীগ এর নেতৃত্বে কারা আসবেন ? যারা আছেন তাঁরাই থাকবেন না কি নতুন মুখ আসবে? কোন ফরম্যাটে নির্বাচিত হবেন সভাপতি ও সাধারণ সম্পাদক? এসব নিয়ে নেতাকর্মীদের মাঝে আলোচনার অন্ত নেই। তবে এসব চিন্তার অবসান ঘটবে আগামি ১৬ মে মেহেরপুর জেলা আওয়ামী লীগ এর সম্মেলনের মাধ্যমে।
আওয়ামী লীগের সম্মেলনের আরও খবর মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন।। রফিকুল সভাপতি, সম্পাদক আজাদ