মেহেরপুর জেলা তাঁতীলীগের পক্ষ থেকে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ
এম চোখ ডটকম, মুজিবনগর:
মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেছে মেহেরপুর জেলা তাঁতী লীগের নব ঘোষিত আহ্বায়ক কমিটি।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা তাঁতী লীগের আহ্বায়ক আরিফুল ইসলাম মানিকের নেতৃত্বে এই পুষ্প মাল্য অর্পণ করা হয় ।
এ সময় তিনি বলেন বাংলাদেশ তাঁতী লীগের মেহেরপুর জেলা কমিটির দায়িত্ব আমাকে দেওয়াই আমি কেন্দ্রীয় কমিটি ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার পাশে থাকা সকল নেতাকর্মীদের । এই দায়িত্ব আমার সকল নেতাকর্মীদের সাথে নিয়ে জনপ্রশাসন মন্ত্রীর পাশে থেকে দেশ ও জাতির কল্যাণে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবো এটাই হবে আমাদের কমিটির মূল দায়িত্ব। এ সময় সাথে ছিলেন
মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব ওমর খৈয়াম উষা ,যুগ্ন আহ্বায়ক নিফাজ ফুয়াদ রাগীব রাব্বি, নুরুল ইসলাম , শ্রী কাজল দত্ত, ইলিয়াস আলী, সদস্য কোভিদ শেখ, জুলফিকার, আঙ্গুর আলী, আব্দুল মজিদ , রানা নাঈম, রক্তিম, শরিফুল ইসলাম সহ মেহেরপুর মুজিবনগর ও গাংনীর তাঁতী লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মেহেরপুর জেলা শহর থেকে বিশাল মোটরসাইকেল শোভা যাত্রা নিয়ে মুজিবনগর কমপ্লেক্স স্মৃতিসৌধে উপস্থিত হন নেতাকর্মীরা।