মেহেরপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন
এম চোখ ডট কম, ডেস্ক:
মেহেরপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদ করা হয়েছে। আজ রোবববার বিএপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এছাড়াও চট্টগ্রাম দক্ষিণসহ ৭ জেলার নতুন আহবায়ক কমিটি করেছে বিএনপি।
মেহেরপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিতে আংশিক কমিটির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন এবং সদস্য সচিব অ্যাড. কামরুল কামরুল হাসানসহ ৭ সদস্যই স্বপদে বহাল রয়েছেন।
এর আগে গত ১৩ ডিসেম্বর ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয় বিএনপি। জাভেদ মাসুদ মিল্টনকে আহবায়ক ও অ্যাড. কামরুল হাসানকে সদস্য সচিব করে গঠিত আংশিক আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস ও ফয়েজ মহাম্মদ এবং সদ্য বিদায়ী কমিটির সভাপতি মাসুদ অরুন এবং সাধারণ সম্পাদক আমজাদ হোসেনকে সদস্য করা হয়। এই সাত সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সাত জনকেই স্ব পদে বহাল রেখে ৩১ সদস্য বিশিষ্ট আজকেই এই পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন দেয় বিএনপি।
মেহেরপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি