মেহেরপুর প্রতিনিধি। মাদককে না বলুন” মাদক থেকে দূরে থাকুন” এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারে ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ১৮ বোতল ফেন্সিডিল এবং ২০ গ্রাম হেরোইনসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সদর থানার ওসি শাহ দারা খান জানান,
মাদক শুধু ব্যক্তিকে নয়, পরিবার থেকে বৃহৎ পরিসরে সমাজকে গ্রাস করছে। তরুন প্রজন্মকে দূর্বল ও মেধা শুণ্য করছে এবং অপরাধও বাড়ছে। এই মাদক নির্মুলে মেহেরপুর জেলা পুলিশ বদ্ধ পরিকর। মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলম এর নির্দেশে জেলাতে পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান কালে ১৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও ২০ (বিশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার হয় এবং ২ জন আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে মেহেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
মেহেরপুর থানার পুলিশের অভিযানে ফেন্সিডিল ও হেরোইনসহ ২জন আটক
382
previous post