এম চোখ ডটকম, মেহেরপুর: দেশব্যাপী ১ দিনে ১ কোটি টিকা ” প্রদানের লক্ষ্যে “টিকা নিন জীবন বাঁচান, রুখে দিবো করোনা টিকা নিতে ভুলবো না” এই শ্লোগান কে সামনে রেখে মেহেরপুরে শেষ হচ্ছে কোভিড-১৯ প্রথম ডোজ গণটিকা প্রদান কার্যক্রম। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর পৌর চত্বরে কোভিড-১৯ ১ম ডোজ টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। মেহেরপুরে কোভিড-১৯ ১ম ডোজ টিকাদান কার্যক্রম পৌর এলাকার ৯ টি ওয়ার্ডে টিকা কেন্দ্রে প্রদান করা হচ্ছে। এসময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, আজকে সারাদেশে এক কোটি করোনা ভাইরাস প্রতিরোধে গনটিকা কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি মেহেরপুর পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাই জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কে। করোনা ভাইরাস প্রতিরোধে গনটিকা কার্যক্রমে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে টিকা কেন্দ্র করা হয়েছে। সেখানে আমাদের পৌরসভার স্বাস্থ্যকর্মীরা টিকা প্রদান করছে। সেই সাথে পৌর কাউন্সিলরদের নির্দেশনা দেয়া রয়েছে যে যারা কোভিড- ৯ প্রথম ডোজ দেই নি। তাদেরকে যেন টিকা কেন্দ্রে নিয়ে আসা হয়। সারাদেশের ন্যায় মেহেরপুর পৌরসভায় প্রায় শত ভাগ মানুষ কে টিকা প্রদান করাতে পেরেছি।
মেহেরপুর পৌরসভায় ১ম ডোজ গনটিকা কার্যক্রমের উদ্বোধন
200
previous post