মেহেরপুর পৌরসভায় কাউন্সিলর প্রার্থী যারা
এম চোখ ডট কম, মেহেরপুর,
মেহেরপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণের সময় ঘনিয়ে আসছে। আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা বন্ধ হলেও প্রার্থীরা শেষ মুর্হূতের কৌশল বাস্তবায়নে ব্যস্ত সময় পার করছেন। মেয়র পদের পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলর পদ নিয়েও ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ রয়েছে। মেহেরপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে কোন ওয়ার্ডে কে কে বিজয়ী হচ্ছে তা নিয়ে শেষ মুর্হূতের হিসেব-নিকেশ চলছে।
জানা গেছে, স্থানীয় নির্বাচন তাই মেয়র পদের পাশাপাশি কাউন্সিলর পদ ভোটারদের কাছে অত্যান্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এলাকার আধিপত্য ধরে রাখা কিংবা আধিপত্য বিস্তারের লক্ষ্যে কাউন্সিলরদের নিয়ে মাতামাতি বেশি হয় স্বাভাবিক ভাবেই। তবে ভোটের মাঠে এখনও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটায় ভোটাররা বেশ স্বস্তিতেই আছেন। ভোটের দিন সুষ্ঠু পরিবেশের মাধ্যমে ভোটাররা তাদের নাগরিক দায়িত্ব পালন করবেন এমন প্রত্যাশা সকলের।
আরও পড়ুন মেহেরপুর পৌরসভা নির্বাচনে কে হচ্ছেন মেয়র ?
মেহেরপুর পৌরসভায় ৯টি সাধারণ ওয়ার্ডে ৯ জন কাউন্সিলর নির্বাচিত হবেন। পাশাপাশি এ ওয়ার্ডগুলোর মধ্য থেকে ৩টি সংরক্ষতি মহিলা ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হবেন। অর্থা মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর এই তিন পদে একজন ভোটার তিনটি করে ভোট দিতে পারবেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ইতি বেগম (বলপেন), আলপনা খাতুন (জবাফুল), দিল আফরোজ (চশমা) ও মনোয়ারা খাতুন (আনারস) প্রতিদ্বন্দীতা করছেন।
৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দীতা করছেন শিউলি আক্তার (জবাফুল), ফিরোজা খাতুন (চশমা), মোমেনা বেগম (আংটি), বিলকিস (আনারস), পলি (অটোরিকশা), আফরোজা (টেলিফোন), শারমীনা (বলপেন) ও খাদিজা বেগম (দ্বিতল বাস)।
৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দীরা হলেন- তৃতীয় লিংগের সীমা চৌধুরী (জবাফুল), হামিদা খাতুন (চশমা) ও রোকসানা (আনারস)।
ওয়ার্ড কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন- মোয়াজ্জেম হোসেন (টেবিল ল্যাম্প), মীর জাহাঙ্গীর আ.লম (পানির বোতল), গোলাম ফারুক (পাঞ্জাবি), রাজিব (ডালিম) ও রাশেদুজ্জামান (উটপাখি)।
২ নম্বর ওয়ার্ডে সঞ্জয় কুমার সাহা (উটপাখি), আল মামুন (টেবিল ল্যাম্প), তপন কুমার (পাঞ্জাবি), ওয়াসিম খান (ব্ল্যাক বোর্ড), শফিকুল ইসলাম (ডালিম) ও ইয়াসিন আলি শামিম (পানির বোতল) প্রতিদ্বন্দীতায় আছেন।
৩ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন- ইনসান আলী (টেবিল ল্যাম্প), শাকিল রাব্বি ইভান (ডালিম), সৈয়দ আবু আব্দুল্লাহ (পানির বোতল) ও জাহাঙ্গীর আলম (উটপাখি)।
৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী হলেন- আব্দুর রহিম (পানির বোতল), নুরুল ইসলাম (ডালিম) ও রিয়াজউদ্দিন (উটপাখি)।
৫ নম্বর ওয়ার্ডে হাসেম আলী (উটপাখি), এস এম আবুল হাসানাত (পানির বোতল), শরিফুল ইসলাম (টেবিল ল্যাম্প), আক্তারুল ইসলাম (পাঞ্জাবি) ও মোস্তাক আহমেদ (ব্রিজ) প্রত্দিবন্দীতায় রয়েছে।
৬ নম্বর ওয়ার্ডের প্রার্থীরা হচ্ছেন- সৈয়দ মঞ্জুরুল হাসান (পানির বোতল), শামীম রেজা (টেবিল ল্যাম্প), বোরহানুল আজিম (উটপাখি) ও শাহিনুর রহমান (পাঞ্জাবি)।
৭ নম্বর ওয়ার্ডে এসএম ফিরোজুর রহমান (পাঞ্জাবি), নুরুল আশরাফ রাজিব (উটপাখি), মনিরুল ইসলাম (পানির বোতল), ইলিয়াস হোসেন (গাজর) ও তারিকুল ইসলাম (টেবিল ল্যাম্প) প্রতিদ্বন্দীতা করছেন।
৮ নম্বর ওয়ার্ডে খন্দকার শফিউল কবীর (পাঞ্জাবি), সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন (ডালিম), এ কে শাকিল আহমেদ (পানির বোতল), আব্দুস সাত্তার (ব্রীজ), সাখাওয়াত হোসেন (টেবিল ল্যাম্প), মতিয়ার রহমান (গাজর), নাজমুল হাসান রানা (ব্ল্যাকবোর্ড) ও রিন্টু রহমান উটপাখি প্রতীক নিয়ে লড়ছেন।
এছাড়া ৯ নম্বর ওয়ার্ডে সোহেল রানা (পানির বোতল), মোহাম্মদ বিন হাশেম (উটপাখি) ও হামিদুল ইসলাম (টেবিল ল্যাম্প) প্রতিদ্বন্দীতায় মাঠে আছেন।
উল্লেখ্য, ২০১৭ সালে মেহেরপুর পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচন ছিল ব্যালটে। এবারই প্রথম মেহেরপুর পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন। একই দিনে সদর উপজেলার আমঝুপি, পিরোজপুর ও নবগঠিত বারাদী এবং শ্যামপুর ইউনিয়নে এ পদ্ধতিতেই ভোট গ্রহণ করা হবে।
আরও পড়ুন আমঝুপি গ্রামেই থাকবে আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান