মেহেরপুর পৌরসভা ও চার ইউপি নির্বাচন সুষ্ঠ করতে নির্বাচন কমিশনারের মতবিনিময়
এম চোখ ডট কম, মেহেরপুর:
মেহেরপুর পৌরসভা ও চার ইউপি নির্বাচন সুষ্ঠ করতে নির্বাচন কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব (অবঃ) প্রার্থী, প্রশাসন, পুলিশ, নির্বাচন অফিসসহ বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে এ মতবিনিময় সভায় মিলিত হন।
শনিবার (২৮ মে) সকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের যুগ্মসচিব নুরুজ্জামান তালুকদার, মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম, এনএসআই মেহেরপুর জেলা কার্যালয়েল উপ পরিচালক ইমদাদুল হক, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী। স্বাগত ব্যক্তব্য রাখেন মেহেরপুর জেলা নির্বাচন অফিসার আবু আনছার।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম।
নির্বাচনের আরও খবর পড়ুন মেহেরপুর পৌরসভা ও চার ইউপিতে প্রতীক বরাদ্দ ॥ প্রতীক পেয়েই মাঠ গরম করছে প্রার্থীরা
ঢাবিতে ছাত্রদল আসছে না, তবু অবস্থানে ছাত্রলীগ