এম চোখ ডটকম, বারাদী: মেহেরপুর সদরে বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশের স্থপতি স্বাধীনতার মহান নায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিনের শুরুতেই সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, জাতীয় পতাকা অর্ধনমিত, দলীয় পতাকা উত্তোলন ও শোক রালী করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে আলোচনা সভা দোয়া মাহাফিল ও কাংগালী ভোজ বিতরন করা হয়। আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামিম ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর- ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাডঃ শাহিন, আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ বাবলু বিশ্বাস সহ সভাপতি জেলা আওয়ামী লীগ মেহেরপুর। বোরহান উদ্দিন থানা আওয়ামী লীগ সভাপতি ও আমঝুপি ইউনিয়ন চেয়ারম্যান। মাহাবুব আলম শান্তি জেলা কৃষক লীগ সভাপতি মেহেরপুর । থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বারাদী ইউনিয়ন চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক সভাপতি নাজিম উদ্দীন, এ ছাড়া বিভিন্ন ইউনিটের নেতা কর্মি বৃন্দ। অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন সিদ্দিকুর রহমান,যুগ্ন সাধারন সম্পাদক, বারাদি ইউনিয়ন আওয়ামিলীগ । অপরদিকে ইউনিয়ন যুবলীগের সভাপতি রিংকু মাহমুদ , ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল মামুন, আনু, জয়নাল, জসিম, মিন্টু, রিপন, রবিন, প্রমুখ। এছাড়া হর্টি কালচার সেন্টার, মেহেরপুর বীজ উৎপাদন খামার, মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়, মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বর্শিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, রাজনগর দাখিল মাদ্রাসা ও নতুন দরবেশপুর ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে জাকির হোসেন লিটন এর সভাপতিত্বে জাতীয় শোক ও কাংগালীভোজের তবারক বিতরণ করা হয়।
মেহেরপুর বারাদীতে শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী পালিত
365