মেহেরপুরের রাজনগরে কৃষকের গোয়াল থেকে গরু চুরি
এম চোখ ডটকম :
মেহেরপুর সদরের রাজনগর গ্রাম থেকে রাতের আঁধারে কামরুক আলী নামের এক কৃষকের তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে।
কৃষক কামরুক আলী বারাদী ইউনিয়নের রাজনগর শেখ পাড়ার আমজাদ আলীর ছেলে। গত রবিবার দিনগত রাতে রাজনগর গ্রামের শেখপাড়ায় এই চুরির ঘটনা ঘটে।
জানা যায়, কৃষক কামরুক আলী দুইটা এঁড়ে, একটা গাই ও দুইটা বাছুরসহ ছোট বড় মোট পাঁচ টা গরু পুষতো। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন রাতে গরুর পরিচর্যা শেষে ঘুমাতে যান কামরুক। পরদিন সকালে তিনি ঘুম থেকে উঠে গোয়ালে যান গরু বের করতে। গোয়ালে গিয়ে তিনি একটা গরুও দেখতে না পেয়ে তার মাথায় যেন বজ্রঘাত হয়। গরুর সন্ধান পেতে চারিদিকে শুরু হয় খোঁজাখুজি। খোঁজাখুজির এক পর্যায়ে রাজনগর গ্রামের বরইতোলার মাঠে বাছুর দু’টি পাওয়া গেলেও বাকি তিনটি গরুর সন্ধান মেলেনি। প্রতিবেশীরা জানান, মেহেরপুর-চুয়াডাঙ্গাসহ আশেপাশের জেলা গুলোতে ইদানিং চোরের উপদ্রব বেড়েছে। এ ব্যাপারে প্রশাসন কঠোর ভূমিকায় না গেলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে।