এম চোখ ডটকম,বারাদী : মেহেরপুর সদর উপজেলার রাজনগর ঘোড়ামারায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফাতেমা খাতুন (৫৫) নামের এক মধ্যবয়সী নারী মারাত্মক যখম হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেলের চালক ও আরোহী। আহতরা হলেন রাজনগর মোল্লা পাড়ার মিষ্টি ব্যবসায়ী সুরুজ আলীর স্ত্রী ফাতেমা খাতুন এবং বারাদী গ্রামের আলতাব মোল্লার ছেলে আরফিন (১৬) ও খেদের আলীর ছেলে স্বপন (১৬)। গতকাল সোমবার সন্ধ্যা ৬ টার দিকে রাজনগর ঘোড়ামারা মসজিদের কাছে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জানা যায়, ফাতেমা খাতুন নিজ বাড়ী মোল্লাপাড়া থেকে বেলেপাড়ায় আসার পথে মসজিদের কাছে পৌছুলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সজোরে মুখোমুখি ধাক্কা দেয়। এতে রাস্তার উপর ছিটকে পড়ে ফাতেমা খাতুন রক্তাক্ত জখম হয় এবং তার বাম পায়ের হাড় ভেঙে গেছে বলে জানা যায়। অপর দিকে মোটরসাইকেল চালকও আরোহী ছিটকে পড়ে যখম হয়েছে। স্হানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক ফাতেমা খাতুনকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে।
মেহেরপুর রাজনগরে মটরসাইকেল দুর্ঘটনায় আহত-৩
205