মেহেরপুর সদর উপজেলায় বিজয়ী যাঁরা
এম চোখ ডট কম, ডেস্ক :
মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে লতিফুন নেছা লতা ও ভাইস চেয়ারম্যান পদে হাশেম আলী বিজয়ী হয়েছেন। আজ বুধবার রাত পৌনে নয়টা দিকে জেলা নির্বাচন অফিস প্রকাশিত বেসরকারি ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।
চেয়ারম্যান পদে চার প্রার্থীর মধ্যে আনারুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৪০ হাজার ৯২৩। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী অ্যাড. এস এম ইব্রাহিম শাহীন কাপ পিরিচ প্রতীকে ১০ হাজার ৫০৭ ভোট পেয়েছেন। অপর প্রার্থী হাশেম আলী (আনারস) ২ হাজার ৮৮৫ ভোট এবং আব্দুল মান্নান (ঘোড়া) ৩৭২ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লতিফুন নেছা লতা পুনরায় বিজয়ী হয়েছেন। বৈদ্যুতিক পাখা প্রতীকে তিনি ৩৪ হাজার ১২৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সামিউন বাসিরা পলি (হাঁস) ১৭ হাজার ৯১৬ ভোট পেয়েছেন। এ পদে নির্বাচন থেকে সরে যাওয়া বিএনপি নেত্রী রোমানা আহম্মেদের কলস প্রতীকে পড়েছে ৮৯৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে ৩৬ হাজার ৩১৮ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হয়েছেন হাশেম আলী। তাঁর একমাত্র প্রতিদ্বন্দী মোঃ শাহীন (টিউবওয়েল) ১৫ হাজার ৯৭৮ ভোট।
প্রসঙ্গত এ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুমানা আহম্মেদ ছাড়া বাকি সব প্রার্থী আওয়ামী লীগের।
৭টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা নিয়ে গঠিত মেহেরপুর সদর উপজেলায় মোট ভোটারের পরিমাণ ২ লাখ ১৮ হাজার ৮০৪ জন। সর্বমোট প্রদপ্ত ভোটের সংখ্যা ৫৬ হাজার ৬৫৮। ভোট প্রদানের শতকরা হার ২৫.৮৯ ভাগ।