52
মেহেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার
এম চোখ ডট কম, মেহেরপুর:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনারুল ইসলাম আনারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে ইন্সপেক্টর অপারেশন জাহাঙ্গীর সেলিম শহর সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার আশরাফপুর গ্রামে আনারুল ইসলাম চেয়ারম্যানের ভাটায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
পুলিশ সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।