মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান উপ নির্বাচনের তফশীল
এম চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। আগামি ২৭ জুলাই এ নির্বাচনের ভোট গ্রহণ। একই দিনে গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শূন্য পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম বারাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে অংশ গ্রহণের জন্য আইন অনুযায়ী তিনি ভাইস চেয়ারম্যান পদ থেকে পদ ত্যাগ করেছিলেন। ফলে এ পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
আরও পড়ুন গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর উপনির্বাচনের তফসিল ঘোষণা
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনী তফশীল অনুযায়ী ২৮ জুন পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও জমাদান করার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৩০ জুন, প্রত্যাহারের শেষ দিন ৭ জুলাই এবং ভোট গ্রহণ ২৭ জুলাই।
এ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছার তফশীলের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন ঘরের ভেতর পানি, হাঁস-মুরগির সঙ্গে চার দিন ধরে ট্রাকে বসবাস