এম চোখ ডটকম,মেহরেপুর: বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, জেলা শাখার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ বিকাল ৫টায় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা শাখার সভাপতি মোঃ আফতাব আলী খাঁন । জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি মোঃ আক্তার হোসেন, শাহীন ইকবাল ও সাধারণ সম্পাদক জনাব রোকনুজ্জামান তুষার, সদস্য সাজেদুর রহমান সজল। স্মরণ সভা শেষে ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
মেহেরপুর সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা ও দোয়া
146
previous post