এম চোখ ডটকম, মুজিবনগর :
গুডনেইবারস বাংলাদেশ, মেহেরপুর সিডিপি’র উদ্যোগে সিডিপি’র অফিস চত্বরে শিশু অধিকার ভিক্তিক ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় সিডিপি’র সিনিয়র প্রেগ্রাম অফিসার এস.এম. রিফাত আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গুডনেইবারস বাংলাদেশ, মেহেরপুর সিডিপি’র সিডিসি সভাপতি মি. সংকর বিশ্বাস, কো-অপারেটিভ অফিসার জয় চক্রবতী, মেডিকেল অফিসার ডা: ইয়াছিন আল বাশার, সাবেক প্রধান শিক্ষিকা দিপিকা চৌধুরী, ইয়োথ লিডার ফিরোজা খাতুন প্রমুখ। অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে সকল অংর্শগ্রহন কারীরা উন্মমুক্ত আলোচনা সভায় অংগগ্রহন করেন। গুডনেইবারস মেহেরপুর সিডিপি’র স্পন্সর/ননস্পন্সর একশত জন ছাত্রী ও মায়েরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন ইয়োথ সম্পাদক শামিম খান।
মেহেরপুর সিডিপি’র উদ্যোগে শিশু অধিকার ভিক্তিক ক্যাম্পেইন
235
previous post