এম চোখ ডটকম, মুজিবনগর : গুডনেইবারস বাংলাদেশ, মেহেরপুর সিডিপি’র উদ্যোগে সিডিপি’র অফিস চত্বরে সম্ভাব্য দাতা চিহিৃতকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার মি. বিভর দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গুডনেইবারস বাংলাদেশ, মেহেরপুর সিডিপি’র সিনিয়র প্রেগ্রাম অফিসার এস.এম. রিফাত আল মাহমুদ, কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির সভাপতি মি. সংকর বিশ্বাস, সহসভাপতি আক্কাস আলী প্রমুখ। অনুষ্ঠানে সকল অংর্শগ্রহন কারী সম্ভাব্য দাতাগন উন্মমুক্ত আলোচনা সভায় অংগগ্রহন করেন। সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার মি. বিভর দেওয়ান বলেন, গুডনেইবারস বাংলাদেশ, মেহেরপুর সিডিপি‘র ১৫০ জন লোকাল স্পন্সার শিশু আছে যারা কোরিয়ান স্পন্সার নয়। সেজন্য উক্ত ১৫০ জন শিশুর দাতা সংগ্রহ করার জন্য সভাটির আযোজন করা হয়। সভায় সমাজের বিভিন্ন শ্রেণীর সন্মানিত ব্যক্তিদের দাওয়াত করা হয়। সভার উদ্দ্যেশ্য, কিভাবে দাতা হতে হয়। সকল অংর্শ গ্রহনকারী সম্ভাব্য দাতাগনের ইতিবাচক সম্মতি ছিল।
মেহেরপুর সিডিপি’র সম্ভাব্য দাতা চিহিৃতকরণ সভা
270