এম চোখ ডট কম: মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে আনন্দে উল্লাসিত কোমলমতি শিক্ষার্থীরা। বই উচ্ছ্বাস জন্ম দিয়েছে নতুন দিগন্তের। বছরের প্রথম দিনেই নতুন বইয়ের ঘ্রাণ পেয়ে বেজায় খুশি শিক্ষার্থীরা। আজ রবিবার সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে বই বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতম উদ্যোগে সারাদেশে একযোগে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বছরের প্রথম দিনেই নতুন বই তুলে দেন মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী রেজা।এসময় তিনি জানান, এক সপ্তাহের মধ্যে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে। বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী পাখি জানান, বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আমরা অনেক আনন্দিত । নতুন বইয়ের নতুন ঘ্রাণ এক অন্যরকম আনন্দ দেয়। অপরদিকে, মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ১ থেকে ১২ই জানুয়ারির মধ্যে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ১ থেকে ৩ জানুয়ারি নবম শ্রেণি ৪ থেকে ৬ জানুয়ারি অষ্টম শ্রেণি, ৭ থেকে ৯ জানুয়ারি সপ্তম শ্রেণি, ও ১০ থেকে ১২ই জানুয়ারি ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে। উক্ত বই বিতরণ কালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বইয়ের ঘ্রাণ, উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা
313