48
যে মামলায় গ্রেফতার হলেন এমএ খালেক
এম চোখ ডট কম, ডেস্ক:
মেহেরপুর সদর থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা মামলার আসামি হিসেবে গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ খালেককে গ্রেফতার দেখানো হয়েছে।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে গেল রাতে গাংনীস্থ নিজ বাস ভবন থেকে গ্রেফতার করেছিল গাংনী থানা পুলিশ। নাশকতা সৃষ্টির পরিকল্পনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
আজ শনিবার ওই মামলার আসামি হিসেবে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন সদর থানার ওসি।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক গ্রেফতার মেহেরপুর জেলা আ.লীগের সম্পাদক ও যুগ্ম সম্পাদক আটক