শেখ শফি, মুজিবনগর: মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের বীর মুক্তিযােদ্ধা আজের উদ্দীন গাইন ইন্তেকাল
করেছেন (ইন্না—রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ছেলে ও ২মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার ২টার দিকে তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান এবং বিকেল সাড়ে ৫টার দিকে গোপালনগর কবরস্থান মাঠে রাস্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে গোপালনগর গ্রাম্য স্থানে দাফন সম্পন্ন হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার বীর মুক্তিযােদ্ধা আজের উদ্দীনের মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল ও মুক্তিযােদ্ধাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন। পুলিশের একটি চৌকুশদল গার্ড অব অর্নার প্রদান করে।
রাস্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযুদ্ধা আজের উদ্দীন গাইনের দাফন সম্পন্ন
previous post